• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৯:১৯ পিএম
মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ
মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস।

রাজধানীতে দ্রুতগতির গণপরিবহন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে বন্ধ রাখার কথা জানানো হয়েছে নষ্ট থাকা কার্ডগুলোর নবায়নও।

ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুকে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যুর সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রসঙ্গত, বর্তমানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। তবে ছুটির দিন শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে শুরু করে মেট্রোরেল রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে।

Link copied!