• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চালক অসুস্থ ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৬:১৪ পিএম
চালক অসুস্থ ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ছবি : সংগৃহীত

চালক অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৪টার দিকে আগারগাঁওমুখী মেট্রোরেলের একটি ট্রেন পল্লবী স্টেশনে এসে থেমে যায়। পরে আরেকজন চালক আসার পর ৪টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চালক অসুস্থ হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রত্যেক ট্রেনে একজন করে চালক থাকে। তাই ওই ট্রেনের চালককে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলে ডিপো থেকে সড়ক পথে আরেকজন চালক এসে ট্রেনটি চালু করে। এ জন্য বিলম্ব হয়েছে। তবে ৪টা ৪০ মিনিটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেলে থাকা যাত্রীরা জানান, বিকেল ৪টার দিকে উত্তরা দক্ষিণ থেকে আগারগাঁও যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটির গতি কমতে কমতে থেমে যায়। প্রায় দেড় মিনিট এ অবস্থায় থাকার পর ফের ধীরগতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়। সেখানে ৪টা ১০ মিনিটের দিকে ঘোষণা করা হয় যে, যাত্রা বিলম্বিত হবে।

Link copied!