• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

কালবৈশাখী-শিলাবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:১৩ এএম
কালবৈশাখী-শিলাবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এ ছাড়া কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শনিবার (২২ মার্চ) সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

পলাশের মতে, কালবৈশাখী ঝড়টি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অগ্রসর হতে পারে। এরপর এটি রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!