• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬
হিন্দু কল্যাণ ট্রাস্ট

ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সন্তোষ দাশগুপ্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০২:১৪ পিএম
ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সন্তোষ দাশগুপ্ত
সন্তোষ দাশগুপ্তকে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ছবি : সংগৃহীত

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন সন্তোষ দাশগুপ্ত ।

সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রণালয়ের  উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে দায়িত্বকালের সময়কাল উল্লেখ আছে তিন বছরের।

এ উপলক্ষ্যে গত বেশ কয়দিন ধরে হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা সন্তোষ দাশগুপ্তকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে বিভিন্ন দাবি প্রসঙ্গে আলোকপাত করেন।

ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য সন্তোষ দাশগুপ্ত ২০১৬ সাল থেকে আজ অবধি তেজগাঁও শিল্পাঞ্চল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি। এছাড়া একাধারে দুইবার তেজগাঁও শিল্পাঞ্চল পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় সংগঠনের পাশাপাশি মিডিয়া জগতসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে।

তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন তিনি। তার স্ত্রী সিনিয়র সাংবাদিক লিপিকা সরকার ১৯৯৮ সাল থেকে দৈনিক দিনকালের সাথে সম্পৃক্ত এবং বর্তমানে  মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Link copied!