• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সভাপতি নির্বাচিত হয়েই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, তারেককে কৃতজ্ঞতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৩:০৯ পিএম
সভাপতি নির্বাচিত হয়েই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, তারেককে কৃতজ্ঞতা
বেগম খালেদা জিয়া, তাবিথ আউয়াল ও তারেক রহমান। ছবি : সম্পাদিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল। এ ছাড়া বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানের ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাবিথ আউয়ালকে বিশেষ দোয়া দেন খালেদা জিয়া।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তাবিথ আওয়ালের সঙ্গে থাকা নেতাকর্মীরা জানান, নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিথ আউয়াল। এ সময় তারেক রহমান তাকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বিশেষ নির্দেশনা দেন।

এর আগে দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Link copied!