• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিডিয়া পল্লির ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত বহাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১২:৫৪ পিএম
মিডিয়া পল্লির ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত বহাল

তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লির ২৪ প্লট বরাদ্দের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সুমনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে প্লট মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আইনজীবীরা জানান, তেজগাঁও শিল্প এলাকায় মিডিয়া পল্লিতে চ্যানেল আই, বাংলাভিশন, রোববার পাবলিকেশন্স, যায়যায়দিনসহ বিভিন্ন মিডিয়ার নামে বরাদ্ধ করা প্লট রয়েছে।

২০১১ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মিডিয়া পল্লিতে প্লট বরাদ্দের বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি আজ হাইকোর্ট রায় দিলেন। 

Link copied!