• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গ্রাম-গঞ্জের অবৈধ চিকিৎসা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৪:৩৪ পিএম
‘গ্রাম-গঞ্জের অবৈধ চিকিৎসা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

গ্রাম-গঞ্জের অবৈধ চিকিৎসা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, “সারা দেশে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।”

বৃহস্পতিবার (৭ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অবৈধ চিকিৎসা বন্ধের বিষয়ে সামন্ত লাল সেন বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুধু এটি দায়িত্ব নয়। এজন্য গ্রামে গঞ্জে যে সংসদ সদস্য আছেন, চেয়ারম্যান আছেন উনাদেরও এটি দায়িত্ব। উনারা যদি এসব জায়গা ভিজিট করে সমস্যা চিহ্নিত করে আমাদের অবহিত করেন তাহলে আরও অগ্রগতি হবে। কারণ আমাদের পক্ষে গ্রামে-গঞ্জে গিয়ে অভিযান পরিচালনা করা সম্ভব নয়।”

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে, গ্রামে-গঞ্জে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের অবহিত করুন। আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

সামন্ত লাল সেন আরও বলেন, “স্বাস্থ্য খাতের জটিলতার বড় কারণ জনবল সংকট। সেই সংকট নিরসনে কাজ চলছে। সবার সম্মিলিত চেষ্টা প্রয়োজন। আমি এক দিনে তো পারব না। এটা ধারাবাহিকভাবে করতে হবে।”

Link copied!