জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেছিলেন মতিউর ও তার প্রথম স্ত্রীর আইনজীবী। কিন্তু মতিউর রহমানের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট।
এর আগে গত ২১ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মতিউরসহ তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারি করে।
দুদক আবেদনে উল্লেখ করে, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সন্তান/স্বজনদের নামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।
এজন্য দুদকের ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ে কাজ করছে। ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। নানা সমালোচনার মুখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পদ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারান তিনি।