ছাগল-কাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ কোটি টাকা সরিয়ে ফেলেন সাবেক এনবিআর কর্মকর্তা মো. মতিউর রহমান। দুদকের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ এবং ব্যাংক হিসাবের টাকার অনুসন্ধানে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসাব থেকে টাকা সরানোর তথ্য মিলেছে। ১১৫টি ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেওয়া যায়, সেখানে ৪ কোটি টাকা রয়েছে। আর ছাগলকাণ্ড নিয়ে হট্টগোলের মধ্যেই এসব হিসাব থেকে ৮ কেটি টাকা তুলে নেন মতিউর।
এদিকে গা ঢাকা দিয়েছেন মতিউর রহমান। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, তার দেশের বাইরে যাওয়ার কোনো তথ্য নেই। টাকা যেখানেই সরানো হক খুঁজে বের করা অসম্ভব নয়।
মতিউরের বিরুদ্ধে এর আগে চারবার দুর্নীতির অভিযোগ পায় দুদক। কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে ক্লিন চিট পেয়েছিলেন তিনি।
ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।