ভোক্তাদের কথা বিবেচনা করে আগামী ঈদ পর্যন্ত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেডারেশন অব চেম্বার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।
মঙ্গলবার (২৬ মার্চ) বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এদিন এফবিসিসিআইয়ের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুত সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ব্যবসায়ীরা বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা চাই না ভোক্তারা মার্কেটে এসে হয়রানির মুখে পড়ুক। আর সবাই বলে ব্যবসায়ীরা মজুতকারী। অথচ আমরা কোনো পণ্য মজুত করি না।”
মুদি মার্কেটের সাধারণ সম্পাদক তাহের বলেন, “আমরা বাজার পরিস্থিতি সমিতির পক্ষ থেকে মনিটরিং করছি। তবে এফবিসিসিআইয়ের কাছে একটা অনুরোধ, ম্যাজিস্ট্রেট হয়রানি বন্ধ করতে হবে। বাজারে পণ্য যদি বেশি দামে বিক্রি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট এসে আমাদের সমিতিতে বসুক। যদি সত্যিই বাড়তি দামে পণ্য বিক্রি হয়, তাহলে আমরা নিজে গিয়ে ব্যবসায়ীদের জরিমানা করব।”