• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন মাহফুজ আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৬:১০ পিএম
শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন মাহফুজ আলম
বিফ্রিংয়ে কথা বলছেন মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, “কিছুটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না। আশা করছি, শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবেন।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ঘোষণা এলে সেটা আরও কার্যকর হবে। সব রাজনৈতিক পক্ষ ও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আগামী সপ্তাহে জানানো হবে।”

সরকারের এ উপদেষ্টা বলেন, “সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐকমত্য পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।”

নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।”

মাহফুজ আলম আরও বলেন, “প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।”

Link copied!