• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

এলপিজি সিলিন্ডারের দাম একলাফে বাড়ল ১৪১ টাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৪:৫২ পিএম
এলপিজি সিলিন্ডারের দাম একলাফে বাড়ল ১৪১ টাকা

ভোক্তা পর্যায়ে দাম বাড়ল ১২ কেজির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি সিলিন্ডারের। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আগস্ট মাসে এলপিজির দাম ১৪১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ১৪০ টাকা। নতুন দাম বুধবার (২ আগস্ট) থেকেই কার্যকর হবে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা। আর জুন মাসে এ পরিমাণ এলপিজির দাম ছিল ১০৭৪ টাকা ছিল।

গত মাসের ৩ জুলাই ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭৪ থেকে থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ১ জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে মে মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। জুলাই মাসে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!