• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহাখালী টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ১১:৪৫ এএম
মহাখালী টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। নেই যাত্রীও।

সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সৌখিন পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাত্রীর জন্য অপেক্ষা করছে। তবে কোনো যাত্রী না থাকায় সেটি ছেড়ে যেতে পারছে না।

মহাখালী বাস টার্মিনাল এলাকায় দায়িত্বরত তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, টার্মিনালে সকাল থেকেই তেমন যাত্রী নেই। এ কারণে এখান থেকে খুব বেশি বাস ছেড়ে যাচ্ছে না। এ এলাকায় কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য তারা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।

এনা পরিবহনের কাউন্টারম্যান জানান, যাত্রী একেবারেই নেই। সকাল থেকে ৯টি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে। কিন্তু কোনোটিতেই যাত্রী পরিপূর্ণ ছিল না।

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।

Link copied!