ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান খান। তিনি বলেছেন, “কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”
বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান খান বলেন, “সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারেন, সেজন্য ডিম ব্যবসায় সিন্ডিকেট ভাঙতে হবে। যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কি না সেটি বিবেচ্য বিষয়।”
কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “যে ধরনের ব্যবস্থা নিলে সিন্ডিকেট ভাঙে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
রমজান সামনে রেখে মাছ, মাংস, ডিমের মতো পণ্যগুলো কম দামে টিসিবির মতো ট্রাকে করে বিক্রি করা হবে জানিয়ে আব্দুর রহমান বলেন, “রমজান শুরুর অন্তত এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তুকি দেবে মন্ত্রণালয়। এছাড়া মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ, মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে।”