• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৩:৫১ পিএম
ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী মারা গেছেন
ছবি : সংগৃহীত

ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল মতিন চৌধুরী (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন।

শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে মোল্লাবাড়ির নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হয়েছে।

মরহুমের জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!