• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘মানুষের জন্য কিছু করতে পারলে জীবন সার্থক হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৩:১৪ পিএম
‘মানুষের জন্য কিছু করতে পারলে জীবন সার্থক হবে’
নির্বাচনী প্রচারে মো. খসরু চৌধুরী। ছবি : সংবাদ প্রকাশ

মানবিক দায়বদ্ধতা থেকে সর্বশক্তি দিয়ে সারা জীবন মানুষের সেবা করতে চান বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের কেটলি প্রতীকের প্রার্থী মো. খসরু চৌধুরী। তিনি বলেছেন, “মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে। বিগত সময়ে জনগণের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।”

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর উত্তরা-৪ নম্বর সেক্টরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সাধারণ মানুষের উদ্দেশ্যে খসরু চৌধুরী বলেন, “অতীতে সুখ-দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়েছি। সবসময় আপনাদের মুখে হাসি ফোটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে, আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই।”

খসরু চৌধুরী আরও বলেন, “ঢাকা-১৮ হবে মাদকমুক্ত। সন্ত্রাসীদের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।”

এদিন উত্তরা-৪ নম্বর সেক্টরসহ আশকোনা, কাওলা, বিমানবন্দর, খিলখেত ও জগন্নাথপুর এলাকায় গণসংযোগ চালান খসরু চৌধুরি।

Link copied!