• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০, ২৬ রজব ১৪৪৬

‘দেশ ছেড়েছেন’, যা বললেন আসিফ নজরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:০৯ পিএম
‘দেশ ছেড়েছেন’, যা বললেন আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুজব ছড়ানো হয়। তারা ‘দেশ ছেড়েছেন’ বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই ‘গুজব’ নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, “পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।”

এর আগে ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিক বাংলাদেশ সফর করেছেন’, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রেস উইংয়ের ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলছে, আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে অসিম মালিকের ঢাকা সফরের খবর প্রচার করা হয়।

কথিত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অসিম মালিকের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়ের একটি নেটওয়ার্ক তৈরি করা।

তবে নয়াদিল্লি অভিযোগ করেছে, এই সফরের ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়তে পারে, যা ভারতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!