বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সদরঘাটসহ সব ঘাটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। ঘূর্ণিঝড় শেষ হওয়ায় আবহাওয়া সংকেত অনুসরণ করে আবারও শুরু হয়েছে লঞ্চ চলাচল।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ`র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এই তথ্য দিয়েছেন।
রোববার রাতে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হানে। দীর্ঘ সময় উপকূলে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এর আঘাতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।