• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীর ঢল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০২:৪৮ পিএম
নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীর ঢল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীরা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি। 

এ কর্মসূচিতে অংশ নিতেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।

শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা ২টায় সংক্ষিপ্ত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বেলা পৌনে দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, রংবেরঙের টি-শার্ট পরে হাতে দেশের ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। নয়াপল্টন ছাড়াও কাকরাইল মোড়, বিজয়নগর, ফকিরাপুল মোড়ে নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এসেছেন।

বিপুলসংখ্যক নেতা-কর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় পরিসরে শোভাযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৭ নভেম্বরের শোভাযাত্রা কর্মসূচি বিএনপিকে নানা শর্ত সাপেক্ষে সংক্ষিপ্তভাবে করতে হতো। শোভাযাত্রা ও সড়ক ব্যবহারের অনুমতি শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে রাখত পুলিশ।

অন্যান্যবার বিএনপি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করত। তবে এবার শোভাযাত্রার পথ লম্বা করছে দলটি। নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হবে। কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!