• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পোশাকশ্রমিকদের বড় ‘সুখবর’ দিলেন শ্রম উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:০৯ পিএম
পোশাকশ্রমিকদের বড় ‘সুখবর’ দিলেন শ্রম উপদেষ্টা
পোশাকশ্রমিক। ছবি : সংগৃহীত

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সাধারণ ইনক্রিমেন্ট ৫ শতাংশের সঙ্গে আরও ৪ শতাংশ বাড়তি বেতন ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। চলতি ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তারা এই বাড়তি বেতন পাবেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “সামগ্রিক বিষয় বিবেচনা করে পোষাক খাতের শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর যেটি বাড়ানো হয়। আর বাকি ৪ শতাংশ ইনক্রিমেন্ট দিতে মালিক ও শ্রমিক পক্ষ মিলে সম্মত হয়েছেন।”

শ্রম উপদেষ্টা বলেন, “ডিসেম্বরে যাদের বাৎসরিক ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা ৯ শতাংশ বাড়তি মজুরি পাবেন। আর যাদের ডিসেম্বরে ইনক্রিমেন্ট হওয়ার কথা নয়, তারা ৪ শতাংশ বাড়তি মজুরি পাবেন। পরবর্তী নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই বাড়তি মজুরি পেতে থাকবেন শ্রমিকরা।”

দেশের বাইরে থেকে পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, “শুধু অভ্যন্তরীণ নয়, দেশের বাইরে থেকেও তৈরি পোশাক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন দেশের সংবাদপত্রে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রেতাদের সরিয়ে আনার এখনই সময়।”

Link copied!