• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

কবজি কাটাই তার নেশা, কৃত্রিম যানজট সৃষ্টি করে চালাত হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:১৪ পিএম
কবজি কাটাই তার নেশা, কৃত্রিম যানজট সৃষ্টি করে চালাত হামলা
আনোয়ার ওরফে ‘কবজিকাটা আনোয়ার’

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও রায়েরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আলোচিত সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা আনোয়ার’ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। আনোয়ার অপরাধ কার্যক্রমের অংশ হিসেবে অন্তত সাতজনের কবজি কেটেছেন বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে আনোয়ার (৩৬) এবং তার দুই সহযোগী ইমন (২০) ও ফরিদকে (২৭) গ্রেপ্তার করে র‍্যাব-২। অভিযানে তাদের কাছ থেকে দেশি অস্ত্র (সামুরাই, ছুরি), ৮ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার বলেন, “আনোয়ার স্বীকার করেছে যে সে তিনজনের কবজি কেটেছে, তবে আমাদের তদন্তে দেখা গেছে অন্তত সাতজনের হাত কেটে দিয়েছে।’ তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আনোয়ার ও তার সহযোগীরা ছিনতাইয়ের সময় কৃত্রিম যানজট সৃষ্টি করে সুযোগ বুঝে টার্গেটের ওপর হামলা করত।

আনোয়ারের মদদদাতাদের বিষয় জানতে চাইলে র‍্যাব-২-এর এই কর্মকর্তা বলেন, ‘আমারা আনোয়ারের পেছনে দীর্ঘদিন লেগেছিলাম। আমাদের কাছে তথ্য আছে, মোহাম্মদপুরের এক্সেল বাবু নামে এক ব্যক্তি তাকে মদদ দিচ্ছে। সে আড়ালে থেকে আনোয়ারকে ছত্রছায়া দেয়। আমরা কাজ করছি, তথ্য-প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।’

৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর মোহাম্মদপুরে অপরাধ আরও বাড়ে। এর পরিপ্রক্ষিতে যৌথ অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

Link copied!