বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) এ তথ্য জানান মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন।
মারুফ হোসেন বলেন, “বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।”
তিনি আরও বলেন, “বাবাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আশা করছি ঈদের আগেই বাসায় নিয়ে যেতে পারব।”
এর আগে গত ১৬ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে তিনি দুইবার স্ট্রোক করেছেন।