উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। রোববার (২১ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হবে। এর আগেও তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
শনিবার (২০ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, “আব্বার ব্রেইন টিউমারের সমস্যাটা পুরোপুরি নিরসন হয়নি। নতুন করে নিউরো-সংক্রান্ত জটিলতাও দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে উনাকে সিঙ্গাপুর নেব।”
এর আগে গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন এ বিএনপি নেতা। ওইদিন রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৪ জুন তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।