আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাওয়ার আগে একজোট হয়ে জনগণের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
রোববার (৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশানের বাসায় দলের স্থায়ী কমিটির সদস্যরা দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব কিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পারেন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।
এর আগে রাত পৌনে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন তার বাসভবনে প্রবেশ করেন।
সব কিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন।
বিদেশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপি জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে এরই মধ্যে অন্তত ১৫ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।