• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে বললেন খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৫:১৬ পিএম
তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে বললেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

তরুণদের হাতকে শক্তিশালী করতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, “ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।”

বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ধ্বংস চাই না, শান্তি চাই জানিয়ে খালেদা জিয়া বলেন, “

ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে খালেদা জিয়া বলেন, “এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।”

খালেদা জিয়া আরও বলেন, “আমরা ধ্বংস চাই না, শান্তি চাই।”

এর আগে দুপুর পৌনে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Link copied!