• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারওয়ান বাজার রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০২:৩৯ পিএম
কারওয়ান বাজার রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ
কারওয়ান বাজার রেললাইন অবরোধ। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী চলমান আন্দোলনে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে কয়েকশ আন্দোলনকারী অবস্থান নেন কারওয়ান বাজার সংলগ্ন রেললাইনের ওপর।

এসময় আন্দোলনকারীরা রেললাইনের দুই পাশে কাঠের স্লিপার দিয়ে রেললাইনের ওপরে বসে পড়েন, কেউ শুয়েও পড়েন। এতে বেলা ১১টার পর কমলাপুরের সঙ্গে পশ্চিম ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে রেললাইন বন্ধ রাখায় রাস্তার দুই পাশেই যানজটের সৃষ্টি হয়। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

Link copied!