• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আ.লীগের শাস্তি চেয়ে শুয়ে পড়লেন তারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:২৯ পিএম
আ.লীগের শাস্তি চেয়ে শুয়ে পড়লেন তারা
রাজধানীর কাকরাইল মোড়ে শুয়ে শুয়েই স্লোগান দিতে থাকেন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তাসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরূপায় হয়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার তারা কাকরাইল মোড়ে এসে বাধা পেয়ে সড়কে শুয়ে পড়েন। সড়কে শুয়ে থেকেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এসময় উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রা মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে আসে। এসময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হয় তাদের।

এ সময় যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দেয় পুলিশ ও এপিবিএন-এর সদস্যরা। পরে তারা ডানপাশের রাস্তার একপাশে শুয়ে পড়েন অনেকে। শুয়ে ও বসে থেকেই তিন দফা দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

তিন দফা দাবি
১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল
২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

Link copied!