• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ৩০ শা'বান ১৪৪৬

সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন ছাত্র-জনতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:৫৭ পিএম
সমাবেশস্থলেই জুমার নামাজ পড়লেন ছাত্র-জনতা

আর কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউয়েতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে রাজধানীরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যানবহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন ছাত্র-জনতা।

অনুষ্ঠানের দিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হওয়ায় দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠানস্থলেই জুমার নামাজ আদায় করেন অনেকে। নামাজে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ঈমামতি করেন।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ। শুক্রবার বিকেল ৩টায় নতুন দলটি আত্মপ্রকাশ করবে। সারা দেশ থেকে নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।

Link copied!