• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ কোন মন্ত্রণালয়ের অধীনে, জানালেন নাহিদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৫০ পিএম
‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ কোন মন্ত্রণালয়ের অধীনে, জানালেন নাহিদ
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “শহীদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে।”

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।”

তথ্য উপদেষ্টা বলেন, “শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারিতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আগের ঘোষণা অনুযায়ী নিহতদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।”

Link copied!