• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

জুলাই ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:১৮ পিএম
জুলাই ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি দলিল প্রণীত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সেদিনই ঘোষণাপত্রটি কবে এবং সরকার কীভাবে জারি করার ব্যাপারে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “৩১ ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সরকার এ বিষয়ে সবার সঙ্গে কথা বলে এই ঘোষণাপত্র উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়।”

তিনি বলেন, “গত ১২ থেকে ১৩ দিন ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে একটি ঘোষণাপত্রের খসড়া তৈরির চেষ্টা করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। সবার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি কিন্তু রাজনৈতিক দল জামায়াত, নারী ও শিক্ষক ও ছাত্রসংগঠনের সঙ্গে কথা বলেছি।”

মাহফুজ আলম আরও বলেন, “তারা সবাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন। ঘোষণাপত্র দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে এবং ঘোষণাপত্রের ভেতরে কী কী কনটেন্ট থাকবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। তবে বৃহস্পতিবার ঘোষণাপত্রটি চূড়ান্ত হবে।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আরও বলেন, “আশা করি বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট ও প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সকল রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Link copied!