ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি বর্বরতা বন্ধে রাজধানীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর কমিটি।
মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে।
জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মাদ সামসুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জাসদ বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রকাশ্যে বলিষ্ঠ অবস্থান বজায় রেখেছে। তারা ফিলিস্তিনের পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।”