• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

জেপি নেতা আবদুস সালামের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৩:৪৪ পিএম
জেপি নেতা আবদুস সালামের মরদেহ উদ্ধার

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুরের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাত ১২টার দিকে রাজধানীর শ্যামলীর কলেজগেট এলাকার প্রধান সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, সালাম বাহাদুরকে হত্যা করা হয়েছে। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করে লাশ সড়কে ফেলে পালিয়ে গেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

ওসি উৎপল বড়ুয়া আরও জানা, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ইতিমধ্যে গাড়িটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য সালাম বাহাদুরের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
 

Link copied!