• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

সাংবাদিককে মারধর: আ.লীগ নেতাকে শোকজের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০১:১৪ পিএম
সাংবাদিককে মারধর: আ.লীগ নেতাকে শোকজের নির্দেশ
মাহমুদুল আসাদ

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম মারধরের শিকার হওয়ায় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শুরু হওয়ার আগে ওবায়দুল কাদের নিজ চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেন।

এ সময় সাংবাদিকরা সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ নেতার হাতে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে জানান ওবায়দুল কাদেরকে। তখন তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদকে শোক করতে নির্দেশ দেন।

এ সময় মাহমুদুল আসাদকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ এবং দলীয়প্রধান শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে প্রবেশ না করতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি এবং আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা।

Link copied!