খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, “বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে আমাদের নিরীহ ছাত্রদলের ভাইদের ওপর আক্রমণ চালানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে এবং ইস্যু খুঁজে বের করছে। ছাত্রদলের বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মঙ্গলবাল (১৮ ফেব্রুয়ারি) যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন সবার সুস্থতা কামনা করছি।”
এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।