দীর্ঘ ১৪ বছর পর আজান ও মোনাজাতের মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাতে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।
এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম।