• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:২২ এএম
জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ
এ টি এম আজহারুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৯ নম্বর সিরিয়ালে রয়েছে। বিগত হাসিনা সরকারের সময় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের বিরুদ্ধে তার করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। ওই সময় আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (মরহুম) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (মৃত)।

পরবর্তী সময়ে ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেছিলেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে এ টি এম আজহারুল ইসলামের পক্ষে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই বিচার শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। ট্রাইব্যুনালের বিচারকসহ অন্যান্যদের একটি স্কাইপি কেলেঙ্কারি ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। পাশাপাশি সাক্ষী বানানো, আসামীর পক্ষে সাফাই সাক্ষীকে অপহরণসহ নানা অভিযোগ ছিল ওই বিচারিক কার্যক্রমে। আসামি পক্ষে আইনজীবী ও তাদের স্বজন শুভাকাঙ্ক্ষীরা ওই বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও তাতে কোন কর্ণপাত করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার।

বিপ্লবের পর রিভিউ আবেদনের শুনানির জন্য গত ২৩ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধার্য করেন।

আদালতে রিভিউ আবেদনের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।  তার সঙ্গে থাকবেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।

Link copied!