• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১০:২১ এএম
জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “জামায়াত স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা যুদ্ধের  সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তার স্বাধীনতার বিরোধিতা করেছে। এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।”

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী এ কথা বলেন। 

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, “বিজয়ের এক মাস আগেও তারা (জামায়াত) বাংলাদেশকে মেনে নিতে পারেনি। স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বলেছে, পাকিস্তান এর চেয়ে ভালো ছিল। এতো বড় ধৃষ্টতাপূর্ণ কথা তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বলে।”

মন্ত্রী আরও বলেন, |"তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করেছে। কিন্তু এদেশের জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।"

নির্বাচন কমিশনে বেনামে জামায়াতের নিবন্ধনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলার জনগণ প্রতিবাদ করবে। আমরাও বিরোধিতা করছি, আপত্তি জানিয়েছি। জনগণ তাদেরকে (জামায়াত) প্রত্যাখ্যান করবে।”

Link copied!