• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

আতশবাজি-পটকা ফোটালেই জেল-জরিমানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:১৭ পিএম
আতশবাজি-পটকা ফোটালেই জেল-জরিমানা
থার্টি ফার্স্ট নাইটে পটকা-আতশবাজি উৎসব নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ালেই জেল-জরিমান করা হবে। শব্দদূষণ ও বায়ুদূষণে জড়িতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এ ছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

প্রসঙ্গত, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র পাঠানো হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এসব কর্মকাণ্ড হতে বিরত থাকতে সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Link copied!