• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ড. ইউনূসকে সবচেয়ে বড় ‘ফ্যাসিস্ট’ বললেন জয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:৪০ পিএম
ড. ইউনূসকে সবচেয়ে বড় ‘ফ্যাসিস্ট’ বললেন জয়
সজীব ওয়াজেদ জয়। ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেশের সবচেয়ে বড় ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জয় লেখেন, “অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ভারত চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠন হলে বেশ কয়েকটি ভিডিও বার্তা দেন জয়। এতে তার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইতিহাসও টানেন। কিন্তু সম্প্রতি তিনি ভিডিও বার্তা না দিলেও মাঝেমধ্যেই নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দল ও বর্তমান সরকার নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের লিংকও শেয়ার করছেন তিনি।

Link copied!