• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৭ রজব ১৪৪৬

‘এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি’, কার উদ্দেশে ‘তির’ ছুড়লেন রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:২০ পিএম
‘এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি’, কার উদ্দেশে ‘তির’ ছুড়লেন রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “‘আগে সংস্কার পরে নির্বাচন’ এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি। শেখ হাসিনা বলতেন, ‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’ এ ধরনের কথা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার মুখে শোভা পায় না।”

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর দশম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “প্রশাসনে এখনো ৭০ শতাংশ আওয়ামী লীগের দোসর রয়েছেন। তারাই দেশ পরিচালনা করেছেন। যারা বঞ্চিত ছিলেন, তাদের মধ্যে হয়তো কয়েকজনকে পদোন্নতি দিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেননি। অধিকাংশ সচিব ফ্যাসিস্টদের দোসর।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “কিছু বিষয় ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। সেখানে যতটুকু সংস্কার করা দরকার করবে। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না- এটা হতে পারে না।”

সংস্কার বিষয়ে সরকারের জরিপ বিষয়ে রিজভী বলেন, “কাদের দিয়ে জরিপ চালাচ্ছেন? আগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন। সরকারি সংস্থা দিয়ে যদি জরিপ করেন, তাহলে তো সরকারের মুখ দেখেই তারা জরিপ করবে। আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, দেখেন তারা কী চায়।”

রিজভী আরও বলেন, “গত ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!