• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১০:৫৬ এএম
পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন

নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি রাজধানীর বঙ্গবাজার, এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনের আগুন। আগুন নেভাতে এখনে পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস। এ আগুন কখন পুরোপুরি নেভাতে পারবে, তা-ও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি তারা।

বুধবার (৫ এপ্রিল) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বললেন, এ আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে লাগা আগুন দুপুরে নিয়ন্ত্রণে আসার এক দিন পর আজ (বুধবার) সকাল পর্যন্তও বঙ্গবাজারের পাশের এনেক্সকো টাওয়ার ও গুদামে ধোঁয়া উঠছিল। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অনবরত ধোঁয়ার সঙ্গে বের হতে দেখা যায় আগুনের ফুলকি। রাতভর আগুন নেভানোর চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপ আর বাতাসের কারণে আসেনি সাফল্য।

সরেজমিনে দেখা জায়, বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের পূর্ব দিকের ৫ তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে, সে জন্য সার্বক্ষণিক পানি ছিটানো হচ্ছে।

ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা। আর ব্যবসায়ীরা ব্যস্ত আছেন বেঁচে যাওয়া মালামাল সরাতে। বহুতল ভবন থেকে পোশাকের বস্তাগুলো নিচে ফেলছেন ব্যবসায়ীরা। সেগুলো কুড়িয়ে নিচ্ছেন তারা।

লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘এনেক্সকো টাওয়ারের ভেতরে কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলায় সেখানে যেতে আমাদের একটু সময় লাগছে। আগুন নির্বাপণ করতে ওই সব জায়গা খুঁজে খুঁজে আমাদের বের করতে হচ্ছে। এতে দিনের আরও কিছু অংশ সময় লাগতে পারে।’  

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Link copied!