• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৩:১০ পিএম
‘১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে’
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, “১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে। সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে। সবার দাবি সংস্কার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।”

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগবিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

সংবিধান প্রসঙ্গে এ এফ হাসান আরিফ বলেন, “ছাত্র-জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায়, সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায়, নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্র-জনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব।”

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও এতে মৃতের সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বলেন, “ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়।”

হাসান আরিফ আরও বলেন, “সবাইকে সচেতন হতে হবে। গবেষণা বাড়িয়ে প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে।”

Link copied!