• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৬:২৮ পিএম
‘গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

গরুর মাংসের দাম ৪০০-৫০০ টাকায় নামানো সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, “সাধারণ মানুষ সচেতন হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া যাবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে আজ ছয়টি টিম কাজ করছে বলে জানিয়েছেন ভোক্তার ডিজি। রমজানে অন্যান্য পণ্যের মতোই গরুর মাংসের চাহিদা একটু বেশিই থাকে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তর অভিযান চালাচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

গত ২৪ ঘণ্টায় ৫৫টি টিম ১৪১টি বাজারে অভিযান চালিয়ে ৫২ হাজার টাকা জরিমানা করেছে বলেও জানান ভোক্তার ডিজি।

Link copied!