• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ইশরাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৭:০৪ পিএম
আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ইশরাক
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন পল্টন থানার নাশকতার মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন ইশরাক। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল মতিঝিল থানার মামলায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পরপর ১২ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পেয়ে ছাড়া পান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!