• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয় : জাকারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০৮:২৬ পিএম
নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয় : জাকারিয়া
সেমিনার। ছবি : সংগৃহীত

নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া।

বৃহস্পতিবার (৩০ মে) নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাকারিয়া বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয়। খাদ্যব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেকগুলো সংস্থা কোনো না কোনোভাবে জড়িত। সবগুলো সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো খুব জটিল ও সময়সাপেক্ষ কাজ। তাই ধীরে ধীরে সবার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

রাজধানীর মনোয়ারা হাসপাতালের পুষ্টিবিদ ও পরামর্শক  ডা. উম্মে সালমা মুন্নী বলেন, “পুষ্টি সেক্টরে আমরা যারা কাজ করি তাদের উচিত আমাদের জ্ঞান ও অভিজ্ঞতাগুলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।”

উম্মে সালমা মুন্নী আরও বলেন, “যথাযথ অনুলীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!