• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

মহানবীকে নিয়ে কটূক্তি, অভিযুক্তের ‘ফাঁসি’ চেয়ে সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৬:৩৭ পিএম
মহানবীকে নিয়ে কটূক্তি, অভিযুক্তের ‘ফাঁসি’ চেয়ে সড়ক অবরোধ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তিব্বত মোড়ের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক যানচলাচল বন্ধ যায়।

আন্দোলনকারীরা জানান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.)কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। ওই ব্যক্তির ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ করছেন। যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে ফাঁসি দেওয়া না হবে, ততক্ষণে পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

এদিকে অভিযুক্ত কোহিনূর কেমিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, “সোমবার (২১ এপ্রিল) কোহিনূর কেমিক্যালের এক কর্মকর্তার বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রতিষ্ঠানটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবুও তারা সড়ক ছাড়ছেন না। তাদের দাবি অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।”

সর্বশেষ মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও রয়েছেন।
তথ্য : আজকের পত্রিকা।

Link copied!