বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এতে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। চলতি বছরের অক্টোবরে দেশের সার্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। এক বছরের ব্যবধানে যা বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ।
সোমবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, অক্টোবরে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। সেপ্টেম্বরে যেটি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। আর গত বছরের এই সময়ে ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।
এদিকে সেপ্টেম্বরে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৭ দশমিক ৮২ শতাংশ থাকলেও অক্টোবরে সেটি বেড়ে ৮ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ৮ দশমিক ০১ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ৮ দশমিক ৫০ শতাংশ।
এ ছাড়া অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।