• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতীয় ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না, যে কারণ দেখালেন প্রণয় ভার্মা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৬:২৩ পিএম
ভারতীয় ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না, যে কারণ দেখালেন প্রণয় ভার্মা
প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভ্রমণ ভিসা স্থগিত রেখেছে ভারত। এই প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২০ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ভিসা স্থগিত রাখার কারণ জানিয়ে প্রণয় ভার্মা বলেন, “লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে।”

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, “পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে দুই দেশ।”

বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়নি বলে জানা গেছে।

Link copied!