• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬
সংখ্যালঘু ইস্যু

ভারতীয় মিডিয়া ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৫:০৮ পিএম
ভারতীয় মিডিয়া ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের ব্রিফ করে তিনি। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গণমাধ্যমের একটি অংশ, বিশেষ করে ভারতের গণমাধ্যম, এই প্রচারণায় জড়িত। আমরা বলেছি, আমাদের সমাজ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এসেছে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “আমরা বলছি না যে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সব সরকারের আমলেই কমবেশি ঘটে থাকে।”

অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বেলেন, “৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন এসেছে। আমরা জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই।”

Link copied!