• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দেশজুড়ে টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০২:৪৭ পিএম
দেশজুড়ে টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে। শনিবার থেকে আগামী ৫ দিনই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, শনিবার (১৯ অক্টোবর) দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি ছিল ডিমলাতে।  এ ছাড়া সবচেয়ে বেশি ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

চলতি অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকেই সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাব বেশি পড়ে ভারতের তামিলনাড়ু উপকূলে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!